Shaban-Ramadan 1444 || March-April 2023

আয়মান সাদিক - কক্সবাজার

৬১২০. Question

আমি একজন ইজিলোড, ফ্লেক্সিলোড ব্যবসায়ী। এ বছর আমি এতেকাফে বসতে চাচ্ছি। বিভিন্ন মানুষ আমাকে রাতে-দিনে বিভিন্ন সময়ে ইজিলোড, ফ্লেক্সিলোড ইত্যাদির জন্য ফোন করতে থাকে। মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি, ইতিকাফ অবস্থায় ইজিলোড, ফ্লেক্সিলোড ও অন্যান্য অনলাইন ব্যবসা করতে পারব কি না? জানিয়ে বাধিত করবেন।

Answer

মসজিদ আল্লাহর ঘর। এতে বেচা-কেনা ও ব্যবসা-বাণিজ্য নিষিদ্ধ। ইতিকাফ অবস্থায় তা আরো বর্জনীয় বিষয়। তাই ইতিকাফ অবস্থায় ইজিলোড, ফেক্সিলোড ও অনলাইনভিত্তিক অন্যান্য ব্যবসাও করা যাবে না।

ফাতাওয়া খানিয়া ১/২২২; আততাজনীস ওয়াল মাযীদ ২/৪৪৪; আলজাওহারাতুন নাইয়িরাহ ১/১৮৯; আলবাহরুর রায়েক ২/৩০৩ আদ্দুররুল মুখতার ২/৪৪৮

Read more Question/Answer of this issue