Shaban-Ramadan 1444 || March-April 2023

তারেক মাহমুদ - খুলনা

৬১১৫. Question

মাঝেমধ্যে আমার এমন হয় যে, চার রাকাতবিশিষ্ট ফরয নামাযের তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে ভুলে অন্য সূরা পড়ে ফেলি। এ অবস্থায় কি আমার উপর সাহু সিজদা আবশ্যক? এক ভাই বললেন, সাহু সিজদা আবশ্যক হবে, কারণ সূরা ফাতিহার পর সূরা মিলানোর কারণে রুকু করতে বিলম্ব হয়েছে। সঠিক সমাধান চাই।

Answer

চার রাকাতবিশিষ্ট ফরয নামাযের শেষ দুই রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়লে সাহু সিজদা আবশ্যক হয় না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার উপর সাহু সিজদা আবশ্যক হবে না। তবে কখনো ইচ্ছাকৃত শেষ দুই রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলালে অনুত্তম হবে। আর প্রশ্নে ভুলবশত অন্য সূরা পড়লে সাহু সিজদা আবশ্যক হওয়ার যে কথা বলা হয়েছে তা ঠিক নয়।

আলমুহীতুর রাযাবী ১/৩২১; আততাজনীস ওয়াল মাযীদ ২/১৪০; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৬; শরহুল মুনইয়া, পৃ. ৪৬০; আলবাহরুর রায়েক ২/৯৪; রদ্দুল মুহতার ১/৫১১

Read more Question/Answer of this issue