Shaban-Ramadan 1444 || March-April 2023

মুহাম্মাদ ইমদাদুল্লাহ - নেত্রকোণা

৬১১৩. Question

ক. একবার সফরে আমি মুকিম ইমামের পেছনে যোহরের নামায আদায় করি । পরবর্তীতে জানতে পারি, আমি তখন ওযুবিহীন ছিলাম। এখন আমি এই নামাযের কাযা কীভাবে পড়ব? দুই রাকাত পড়ব (কারণ আমি মুসাফির) নাকি চার রাকাত পড়ব; (যেহেতু ইমাম সাহেবের পেছনে পূর্ণ নামাযই পড়েছিলাম।)

খ. নাপাক অবস্থায় কুরআন তিলাওয়াত করলে কি সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয়?

Answer

ক. প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত যোহর নামাযের কাযা দুই রাকাতই পড়তে হবে; চার রাকাত নয়। কেননা মুসাফির হওয়ায় আপনার উপর দুই রাকাত নামাযই ফরয ছিল। কিন্তু মুকিম ইমামের পেছনে ইক্তেদা করার কারণে তখন চার রাকাত পড়তে হয়েছিল। তবে ঐ নামায ফাসেদ হয়ে যাওয়ার পর তা পুনরায় আদায়ের ক্ষেত্রে কসরের বিধানই প্রযোজ্য হবে। অর্থাৎ ঐ নামায এখন আপনি দুই রাকাতই কাযা করবেন। কিতাবুল আছল ১/২৫৫; খুলাসাতুল ফাতাওয়া ১/২০১; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যা ১/১৩৫; ফাতাওয়া সিরাজিয়্যা, পৃ. ১২; রদ্দুল মুহতার ২/১৩০

খ. ওযুবিহীন অথবা গোসল ফরয অবস্থায় সিজদার আয়াত তিলাওয়াত করলেও সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হবে। তবে হায়েয-নেফাস অবস্থায় সিজদার আয়াত তিলাওয়াত করলে সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হবে না।

উল্লেখ্য, হায়েয-নেফাস ও গোসল ফরয অবস্থায় কুরআনুল কারীম তিলাওয়াত করা নাজায়েয। কিতাবুল আছল ১/২৭২; আলমাবসূত, সারাখসী ২/৫; মুখতারাতুন নাওয়াযিল ১/৩৬৪; আলমুহীতুল বুরহানী ২/৩৬৫; শরহুল মুনইয়া, পৃ. ৫০০

Read more Question/Answer of this issue