Shaban-Ramadan 1444 || March-April 2023

শফীকুল ইসলাম - পাংশা, রাজবাড়ী

৬১১২. Question

আমার বড় চাচা জীবদ্দশায় পাঁচ ওয়াক্ত নামাযের পাবন্দ ছিলেন। মৃত্যুর আগে অসুস্থ হয়ে গেলে ওযরের কারণে অনেক সময় শুয়ে শুয়ে ইশারায় নামায পড়েছেন। কিন্তু মৃত্যুর তিন দিন আগে থেকে অবস্থা এতটাই গুরুতর হয়ে যায় যে, মাথা দিয়ে ইশারা করে নামায পড়াও তাঁর জন্য সম্ভব হয়নি। চোখ খুলে শুধু তাকাতে পারতেন এবং জ্ঞান থাকলেও নড়াচড়া, কথাবার্তা সবই বন্ধ হয়ে গিয়েছিল। হযরতের নিকট প্রশ্ন হল, এ তিন দিনের নামাযের ফিদইয়া দেয়া কি আবশ্যক?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার চাচা মৃত্যুর আগের তিন দিন যেহেতু মাথা দিয়ে ইশারা করে নামায পড়তেও অক্ষম ছিলেন, তাই সেদিনগুলোর নামায তাঁর ওপর ফরয নয়। সুতরাং সে নামাযগুলোর ফিদইয়া দিতে হবে না।

ফাতাওয়া খানিয়া ১/১৭২; আততাজনীস ওয়াল মাযীদ ২/১৭৬; বাদায়েউস সানায়ে ২/১৮৭; আলহাবিল কুদসী ১/২২৬; রদ্দুল মুহতার ২/৭২, ৯৯

Read more Question/Answer of this issue