Shaban-Ramadan 1444 || March-April 2023

ওবায়দুল্লাহ - আলীপুর, কেরানীগঞ্জ, ঢাকা

৬১১০. Question

১. দোতলা মসজিদের ইমাম জুমার নামাযে দোতলায় দাঁড়ালে নিচ তলার মুসল্লীদের নামাযে এক্তেদা সহীহ হবে কি না?

২. ইমাম দোতলায় দাঁড়ালে দোতলার সব কাতার পূরা না হওয়া সত্ত্বেও নিচ তলায় কাতার করলে নিচ তলার মুসল্লীদের নামায সহীহ হবে কিনা?

৩. ইমাম নিচ তলায় দাঁড়ালে নিচ তলার সব কাতার পুরা না হওয়া সত্ত্বেও দোতলায় কাতার করলে দোতলার মুসল্লীদের নামায সহীহ হবে কি না?

Answer

১. ইমাম মসজিদের দোতলায় দাঁড়ালে নিচ তলা থেকেও মুসল্লীদের জন্য উক্ত ইমামের ইক্তিদা সহীহ হবে। তবে দোতলা পূর্ণ হওয়ার পর মুসল্লীরা নিচ তলায় দাঁড়াবে। আর দোতলা ফাঁকা রেখে নিচে দাঁড়ালেও নামায আদায় হয়ে যাবে। তবে এমনটি করা মাকরূহ। আলমুহীতুর রাযাবী ১/৩০৬; আলগায়াহ, সারুজী ৩/৪০৫; আযযিয়াউল মানবী ২/৩০১

, ৩. হাদীস শরীফে ইমামের সংলগ্ন কাতারগুলো ধারাবাহিকভাবে পূর্ণ করে দাঁড়ানোর হুকুম এসেছে। তাই ইমাম যে তলায় দাঁড়াবেন সে তলায় কাতার ফাঁকা রেখে অপর তলায় দাঁড়ানো মাকরূহ। কেননা এটি সামনের কাতার ফাঁকা রেখে পেছনের কাতারে দাঁড়ানোর মতোই। সুনানে আবু দাউদ, হাদীস ৬৭১; শরহে মুসলিম, নববী ৪/১৬০; শরহু মুখতাসারিত তাহাবী, ইসবীজাবী ১/৪০১; ফাতাওয়া তাতারখানিয়া ২/২১১; রদ্দুল মুহতার ১/৫৭০

Read more Question/Answer of this issue