রায়হান - ঢাকা
৬১০৯. Question
আমি একজন রাজমিস্ত্রী। পাঁচ ওয়াক্ত নামায পড়ার চেষ্টা করি। অনেক সময় নামায শেষে দেখি, আমার নখের ভেতর কাদা ঢুকে আছে। আমি জানতে চাচ্ছি, নখের ভেতর কাদা ঢুকে থাকলে কি ওযু হবে? আশা করি জানাবেন।
Answer
নখের ভেতর মাটি লেগে থাকলেও শরীরে পানি পৌঁছার ক্ষেত্রে তা প্রতিবন্ধক হয় না। তাই নখের ভেতর কাদা ঢুকে থাকলেও ওযু হয়ে যাবে। একারণে ওযুর সমস্যা হবে না।
—আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, পৃ. ১৮; আযযাখীরাতুল বুরহানিয়্যা ১/৩৩৬; আলবাহরুর রায়েক ১/১৩; ফাতাওয়া হিন্দিয়া ১/৪