Shaban-Ramadan 1444 || March-April 2023

মাস্টার মোহাম্মাদ মাসুম - মুরাদনগর, কুমিল্লাহ

৬১০৮. Question

একজন নারীর প্রতি মাসে সাধারণত সাত দিন হায়েয আসে। কখনো কখনো ষষ্ঠ দিনে বন্ধ হয়ে যায়। প্রশ্ন হল, কোনো মাসে ষষ্ঠ দিনে রক্ত বন্ধ হয়ে গেলে কবে থেকে সে নামায শুরু করবে? তার আদত কিন্তু ৭ দিন।

Answer

ষষ্ঠ দিনে রক্ত বন্ধ হয়ে গেলে ঐ দিন থেকেই গোসল করে নামায পড়া শুরু করে দেবে। এক্ষেত্রে সপ্তম দিনের অপেক্ষা করবে না। তবে পূর্বের অভ্যাস যেহেতু সাত দিন ছিল তাই সপ্তম দিন অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত সহবাস থেকে বিরত থাকবে।

কিতাবুল আছল ২/৪৩; আলমাবসূত, সারাখসী ৩/২০৮; তাবয়ীনুল হাকায়েক ১/১৭১; আলমুহীতুর রাযাবী ২/৮৬; আদ্দুররুল মুখতার ১/২৯৪

Read more Question/Answer of this issue