আবদুর রহমান - মিরপুর, ঢাকা
৬১০৭. Question
একবার আমি ওযু করে হাত পায়ের নখ কাটি। এরপর এ স্থানগুলো আর না ধুয়েই নামায আদায় করি। জানার বিষয় হল, আমার উক্ত নামায কি সহীহ হয়েছে, না পুনরায় আদায় করতে হবে? জানিয়ে বাধিত করবেন।
Answer
হাঁ, আপনার উক্ত নামায আদায় হয়েছে; পুনরায় পড়তে হবে না। কেননা ওযুর পর নখ কাটা হলে তা নতুন করে ধৌত করার প্রয়োজন নেই। একারণে ওযুর কোনো ক্ষতি হয় না। তাবেয়ী ইউনুস রাহ. বলেন—
عَنِ الْحَسَنِ؛ فِي الرَّجُلِ يَأْخُذُ مِنْ شَعْرِهِ وَمِنْ أَظْفَارِهِ بَعْدَ مَا يَتَوَضَّأُ؟ قَالَ : لاَ شَيْءَ عَلَيْهِ.
হাসান বসরী রাহ.কে জিজ্ঞাসা করা হল, ওযুর পর চুল ও নখ কাটলে (পুনরায় ঐ স্থান ধোয়া বা ওযু করা) কি আবশ্যক?
তিনি বললেন, কোনো কিছুই আবশ্যক নয়। (মুসান্নাফে ইবনে আবী শায়বা, বর্ণনা ৫৭৬)
—কিতাবুল আছল ১/৩৬; খুলাসাতুল ফাতাওয়া ১/১৮; ফাতাওয়া খানিয়া ১/৩৪; দুরারুল হুক্কাম ১/১০; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৭২