Shaban-Ramadan 1444 || March-April 2023

মুমতাহিনা মাহদিয়া - কুষ্টিয়া

৬১০৫. Question

আমার কানে দুলের ছিদ্রটি এতই সূক্ষ্ম ও চিকন যে, দুল পরিধান করলে কান ব্যাথা হয়ে যায় এবং ফুলে যায়। তাই সাধারণত কান খালি থাকে। গোসলের সময় সে ছিদ্রে যেহেতু পানি পৌঁছে না তাই গোসল শেষে দুল বা এজাতীয় কোন বস্তুর সুঁচালো অংশ পানিতে ভিজিয়ে সেখানে পানি পৌঁছাই। বলাবাহুল্য, এতে বেশ কষ্ট হয়।

মুহতারামের নিকট আমার জানার বিষয় হল, ছিদ্রের মধ্যে এভাবে পানি না পৌঁছিয়ে শুধু বহিরাংশে হাত দিয়ে নাড়াচাড়া করে পানি পৌঁছে দিলে কি আমার গোসল পূর্ণ হবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার জন্য গোসলের সময় কানের ছিদ্রে পানি পৌঁছানোর জন্য কোনো কিছু প্রবেশ করানো জরুরি নয়; বরং গোসলের সময় ভালভাবে হাত দিয়ে ঐ স্থান নাড়াচাড়া করবেন যেন ছিদ্র থাকলে এমনিতেই পানি পৌঁছে যায়। এতেই আপনার গোসল পূর্ণ হয়ে যাবে।

আলমুহীতুল বুরহানী ১/২২৪; ফাতাওয়া তাতারখানিয়া ১/২৭৫; আলবাহরুর রায়েক ১/৪৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৪; রদ্দুল মুহতার ১/১৫২

Read more Question/Answer of this issue