Rabiul Auwal 1428 || April 2007

আব্দুল কাদের - মিরপুর, ঢাকা

৯৩৮. Question

কোন তাওয়াফে রমল করতে হয়? তাওয়াফে রমল করার হুকুম কী? পুরুষের মতো মহিলারাও রমল করবে কি না?

Answer

যেসকল তাওয়াফের পর সায়ী করতে হয় সেই তাওয়াফের প্রথম তিন চক্করে রমল করতে হয়। রমল করা সুন্নত। তাওয়াফের মধ্যে রমল করার বিধান শুধু পুরুষদের জন্য প্রযোজ্য, মহিলাগণ রমল করবে না।

ফতহুল  বারী ৩/৬২; উমদাতুল কারী ৭/২৪০; সুনানে আবুদাউদ ১/১৫৭; বযলুল মাজহুদ ২/২৭১; আওযাজুল মাসালিক ৩/১৭৬; আলমুগনী ২/৫৪৯; রওজাতুত তালেবীন ১/৩৪৬; মাআরেফুস সুনান ৪/২৫২; ফাতাওয়া হিন্দিয়া ১/১১২

Read more Question/Answer of this issue