মুহা. আহসানুল্লাহ - নোয়াখালী
৯৩৭. Question
জনৈক ব্যক্তি অসিয়ত করে গেছে-তাকে যেন মৃত্যুর পর কাঠের বাক্সে রেখে দাফন করা হয়। প্রশ্ন হল, তার অসিয়ত মোতাবেক দাফন করা জরুরি কি না?
Answer
দাফনের নিয়ম হল, কাফন পরিহিত অবস্থায় সরাসরি মাটিতে রাখা। সুতরাং বিনা ওজরে কাঠের বাক্সে করে দাফন করা যাবে না এবং এ ব্যাপারে মৃতের অসিয়তও গ্রহণযোগ্য নয়। অবশ্য কবরের মাটি অতিরিক্তি নরম, বালি বা পানিযুক্ত হওয়ার কারণে বাক্স ব্যবহারের প্রয়োজন হলে অসিয়ত না করে থাকলেও প্রয়োজনের তাগিদে তা ব্যবহার করতে পারবে। তবে এ ক্ষেত্রেও সরাসরি কাঠের উপর লাশ না রেখে বাক্সের ভিতর মাটি দিয়ে তার উপর লাশ রাখবে।
—আলমুগনী ৩/৪৩৫; শরহুল মুহাযযাব ৫/২৫২; আদ্দুররুল মুখতার ২/২৩৫