Rabiul Auwal 1428 || April 2007

মুহাম্মাদ আকরাম হোসাইন - জামিআ ইমদাদিয়া, কিশোরগঞ্জ

৯৩৫. Question

সুদ ভক্ষণ করে, চাঁদাবাজি, সন্ত্রাসী করে, হারাম মালের ব্যবসা করে, হারাম পন্থায় উপার্জন করে -এমন লোকের দান মসজিদ নিমার্ণে ব্যয় করা যাবে কি?

Answer

মসজিদ আল্লাহ তাআলার ঘর। আল্লাহ তাআলা পবিত্র। তাঁর ঘরও পবিত্র। অবৈধ সম্পদ মসজিদে লাগানো হারাম। এতে মসজিদকে অপবিত্র করা হয়। অতএব, দানকৃত বস্তু হারামএকথা নিশ্চিত জানা থাকলে সেই মাল মসজিদে ব্যয় করা যাবে না। আর যদি দানকৃত বস্তু সম্পর্কে জানা না যায় তাহলে দেখতে হবে দাতার অধিকাংশ আয় হালাল কি না। যদি অধিকাংশ হালাল হয় তাহলে তার প্রদত্ত বস্তু নেওয়া যাবে এবং মসজিদেও ব্যবহার করা যাবে। কিন্তু দাতার অধিকাংশ আয় যদি হারাম হয় তাহলে ওই ব্যক্তির দান গ্রহণ করা বৈধ হবে না এবং ওই বস্তু মসজিদে লাগানোও জায়েয হবে না।

Read more Question/Answer of this issue