Rabiul Auwal 1428 || April 2007

মাওলানা আনোয়ার হোসাইন - টঙ্গী, গাজীপুর

৯৩৪. Question

আমি সৌদি আরবে একটি কোম্পানিতে চাকুরি করি। হজ্বের মওসুমে ওই কোম্পানির বার্ষিক ব্যবসার প্রধান সময়। তাই কতৃর্পক্ষ আমাকে হজ্বের পুরো সময় ছুটি দিবে না। বড় জোর আরাফা ও মুযদালিফার দুই দিন ছুটি পাওয়া যাবে। এখন আমি জানতে চাই যে, মিনায় ১১ ও ১২ তারিখ থাকা জরুরি কি না? যদি ছুটি না পাওয়ার কারণে মিনায় অবস্থান না করে চাকুরিস্থলে থাকি এবং নিধার্রিত সময়ে এসে পাথর মেরে চলে যাই তবে আমার হজ্ব আদায় হবে কি না? মিনায় না থাকার কারণে কোনো দম ওয়াজিব হবে কি না?

Answer

হাজ্বীদের জন্য যিলহজ্বের ১১ ও ১২ তারিখ মিনায় রাত্রি যাপন করা সুন্নতে মুআক্কাদাহ। এটি ওয়াজিব নয়। কেউ যদি মিনায় অবস্থান না করে অন্য স্থান থেকে এসে পাথর নিক্ষেপ করে তবে পাথর মারার ওয়াজিব আদায় হয়ে যাবে এবং এ কারণে তার উপর কোনো দম বা সাদকা ওয়াজিব হবে না। সুতরাং আপনার জন্যও উক্ত ওজরে মিনায় অবস্থান না করার অবকাশ আছে। তবে বিনা ওজরে কিংবা সাধারণ ওজরে মিনায় রাত্রিযাপন ত্যাগ করা আদৌ উচিত নয়। কারণ, হজ্বের পূর্ণ ফযীলত ও কবুলিয়ত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরিপূর্ণ অনুসরণের মধ্যেই রয়েছে।

-বাদায়েউস সানায়ে ২/৩৬৩; ফাতহুল কাদীর ২/৩৯৫; আলবাহরুর রায়েক ২/৩৪৮; তাতার খানিয়া ২/৪৬৬

Read more Question/Answer of this issue