Rabiul Auwal 1428 || April 2007

আবু ইয়ামীন - রাজশাহী

৯৩২. Question

আমার এক আত্মীয়া এবছর হজ্বে গেছেন। তিনি বাইরে বের হলে হাতপায়ে মোজা পরে বের হন। সে হিসাবে হজ্বের সফরেও তিনি মোজা পরেছিলেন। কিন্তু অন্য কাফেলার  জনৈক মুআল্লিম বললেন যে, ইহরাম অবস্থায় হাতপায়ে মোজা ব্যবহার করা বৈধ হবে না। এ ব্যাপারে সঠিক মাসআলা জানতে চাই।

Answer

মহিলাদের জন্য ইহরাম অবস্থায় হাতপায়ে মোজা পরিধান করা জায়েয। এতে ইহরামের কোনো ক্ষতি হয় না। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রা. তাঁর মেয়েদেরকে ইহরাম অবস্থায় হাতমোজা পরিধান করাতেন। -আল ইসতিযকার ১১/৩০

অন্য এক বর্ণনায় এসেছে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে (ইহরাম অবস্থায়) পামোজা ব্যবহারের অনুমতি প্রদান করেছেন। -আততারগীব ওয়াত তারহীব ৪/৫৭৭; মীযানুল ইতিদাল

অবশ্য হাতমোজা পরিধান না করা সম্পর্কেও হাদীস রয়েছে। ফিকহবিদগণ বলেন, মহিলাদের জন্য হাতমোজা পরিধান করার অনুমতি থাকলেও তা অনুত্তম।

-বাদায়েউস সানায়ে ২/৪১০; ফাতহুল মুলহিম ৩/২০৪; মিনহাতুল খালেক ২/৩২৩; মানাসিক, মোল্লা আলী কারী ১১৮

Read more Question/Answer of this issue