Rabiul Auwal 1428 || April 2007

যুবাইর আশরাফ - হেসামদ্দি, বরিশাল

০৯৩১. Question

আমাদের এলাকায় লাশ দাফন করার সময় গামলা বা টুকরিতে করে মহিলাদের জন্য ঘরে মাটি আনা হয়। তারা তাতে দুআ পড়ে ছুয়ে দেয়। পরে তা কবরে দেওয়া হয়। এই প্রচলনটি শরীয়তসম্মত কি না? এবং এতে তারা দাফন কাজের সওয়াব পাবে কি না?

Answer

আপনাদের এলাকার ওই নিয়মটি অমূলক। শরীয়তে এর কোনো ভিত্তি নেই। সুতরাং তা অবশ্যই বর্জনীয়।

Read more Question/Answer of this issue