Rajab 1444 || February 2023

সাঈদ আহমাদ - নওগাঁ

৬১০৪. Question

ক. আমি একটি কলেজে শিক্ষকতা করি। কলেজের অনেক হিন্দু ছাত্র আমাকে সালাম দিয়ে থাকে। আমি তাদের সালামের উত্তর দিতে পারব কি না?

খ. আমি কখনো কখনো নিম্নস্বরে সালামের উত্তর দিয়ে থাকি। একবার একজন বলল যে, সালামের উত্তর  সালামদাতাকে শুনিয়ে দিতে হয়। অন্যথায় উত্তর আদায় হয় না। এখন জানতে চাই, উক্ত ব্যক্তির কথা সঠিক কি না?

Answer

ক. কোনো হিন্দু বা অমুসলিম সালাম দিলে শুধু وعليكم বলে উত্তর দিতে পারবেন। এর অতিরিক্ত পূর্ণ সালাম বলা যাবে না।

খ. হাঁ, ওই ব্যক্তির কথা সঠিক। সালামের উত্তর সালামদাতাকে শুনিয়ে দেওয়া সম্ভব হলে তাকে শুনিয়েই উত্তর দিতে হবে। অন্যথায় ওয়াজিব আদায় হবে না।

-সহীহ বুখারী, হাদীস ৬২৫৮; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৩৪; আলইখতিয়ার ৪/১৪৫; আলবাহরুর রায়েক ৮/২০৪; আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়েখ, পৃ. ৭০২; ফাতাওয়া বায্যাযিয়া ৬/৩৫৫; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩২৬; রদ্দুল মুহতার ৬/৪১

Read more Question/Answer of this issue