Rajab 1444 || February 2023

সালমান আযীয - ফুলগাজী, ফেনী

৬১০৩. Question

ঈদ, বিবাহ-শাদী ইত্যাদি বিভিন্ন সময়ে দেখা যায় অনেক মহিলা নিজের হাতে মেহেদী লাগানোর সময় নাবালেগ ছেলেদের হাতেও মেহেদী লাগিয়ে দেয়। জানতে চাই, এ কাজটি কি জায়েয আছে?

Answer

নাবালেগ ছেলেদের হাতে-পায়েও মেহেদী লাগানো নিষিদ্ধ। কারণ, হাতে-পায়ে মেহেদী লাগানো নারীদের সাজ। নারীদের সাজ গ্রহণ করা বালেগ পুরুষের জন্য যেমন নিষেধ, তেমনি নাবালেগ ছেলেদেরকেও নারীদের সাজে সাজানো নিষেধ। তাই নাবালেগ ছেলেদেরকে মেহেদী লাগিয়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে।

-খুলাসাতুল ফাতাওয়া ৪/৩২৪; আলমুহীতুল বুরহানী ৮/৮৮; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/২১৫; তাকমিলাতুল বাহরির রায়েক ৮/১৮৩; জামিউ আহকামিস সিগার ১/২১৩; রদ্দুল মুহতার ৬/৩৬২        

Read more Question/Answer of this issue