মুহাম্মাদ হেলাল উদ্দীন - মুরাদনগর, কুমিল্লা
৬০৯৮. Question
আমি রড ও সিমেন্টের ব্যবসা করি। সাইড ব্যবসা হিসেবে প্রতি বছর নতুন ইট বের হওয়ার আগে বাইয়ে সালাম (অগ্রিম খরিদ) হিসেবে কিছু কম দামে ইটখোলার মালিক থেকে এক নাম্বার ১ লক্ষ ইট ক্রয় করে রাখি। নতুন ইট বের হওয়ার পর বিভিন্ন ক্রেতার কাছে উক্ত ইট বিক্রি করে থাকি। আমার নিজস্ব কোনো খালি জায়গা না থাকায় আমার উক্ত ক্রয়কৃত ইট সাধারণত ইটখোলার মালিকের ইটের সাথে থাকে। যখন কোনো ক্রেতা আমার কাছে ইট ক্রয় করার জন্য আসে, তখন আমি ক্রেতার কাছ থেকে মূল্য নিয়ে নিই এবং আমার দোকানের প্যাড খাতায় ইটের সংখ্যা লিখে দেই এবং ইটখোলার মালিকের মোবাইলে মেসেজ করে দেই। আর ক্রেতাকে বলে দেই। আপনি এই কাগজ অমুক ইট খোলার মালিককে দেখাবেন। ইট খোলার মালিক আপনাকে ইট দিয়ে দেবে।
জানার বিষয় হল, এভাবে ক্রয়-বিক্রয় করা কি ঠিক?
Answer
না, ইটখোলা থেকে ইট ক্রয় করার পর তা নিজের দখলে নেওয়ার পূর্বে এভাবে অন্যত্র বিক্রি করা জায়েয নয়। কেননা পণ্য হস্তগত হওয়ার পূর্বে অন্যত্র বিক্রি করা নিষেধ। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন-
أَمَّا الَّذِي نَهَى عَنْهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَهُوَ الطَّعَامُ أَنْ يُبَاعَ حَتَّى يُقْبَضَ، قَالَ ابْنُ عَبَّاسٍ: وَلاَ أَحْسِبُ كُلَّ شَيْءٍ إِلَّا مِثْلَهُ.
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্য ক্রয় করার পর হস্তগত হওয়ার পূর্বে অন্যত্র বিক্রি করতে নিষেধ করেছেন। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, আমি অন্যান্য সকল বিষয়ে এমনই মনে করি। (সহীহ বুখারী, বর্ণনা ২১৩৫)
-মুসান্নাফে আব্দুর রায্যাক, বর্ণনা ১৪১০৯; আলমাবসূত, সারাখসী ১২/১৬৩; ফাতহুল কাদীর ৬/৪৩০; মাজমাউল আনহুর ৩/১৪৫; আলবাহরুর রায়েক ৬/১৬৪; আদ্দুররুল মুখতার ৫/২১৮