Rajab 1444 || February 2023

আহমাদুল্লাহ - গোয়ালচামট, ফরিদপুর

৬০৯৭. Question

আমি কিছুদিন আগে একটি লন্ড্রির দোকানে আমার কয়েকটি নতুন জামা ইস্ত্রি করতে দেই। কিন্তু দোকানদার ইস্ত্রি করতে গিয়ে একটি জামার বেশ কিছু অংশ পুড়িয়ে ফেলে। তখন আমি তার কাছে ক্ষতিপূরণ চাইলে সে তা দিতে অস্বীকার করে।

মাননীয় মুফতী সাহেবের কাছে জানতে চাই, শরীয়তের দৃষ্টিতে উক্ত দোকানদার থেকে ঐ জামার ক্ষতিপূরণ নেওয়ার অধিকার আমার আছে কি?

Answer

হাঁ, উক্ত দোকানদার থেকে আপনি জামার ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। কেননা দোকানদারের কর্তব্য ছিল ত্রুটিমুক্তভাবে ইস্ত্রি করা। কিন্তু যেহেতু তাদের হাতেই পুড়েছে তাই এর ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে।

-কিতাবুল আছল ৩/৫৬১; বাদায়েউস সানায়ে ৪/৭৪; আলমুহীতুল বুরহানী ১২/৩৯; ফাতাওয়া তাতারখানিয়া ১৫/২৮৩; তাবয়ীনুল হাকায়েক ৬/১৩৭; রদ্দুল মুহতার ৬/৬৬

Read more Question/Answer of this issue