Rajab 1444 || February 2023

হাবীবুর রহমান - সালথা, ফরিদপুর

৬০৯৫. Question

আমি শ্রমিক ভিসা নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলাম। ভিসা পেতে দেরি হওয়ায় আমি ছয় মাসের জন্য আমাদের বাজারে একটি দোকান ভাড়া নিই। কিন্তু ভাড়া নেওয়ার কয়েকদিন পরই আমার ভিসা এসে যায়। এদিকে দোকানটি যেভাবে ভাড়া নিয়েছিলাম সেভাবেই ছিল। তাতে ডেকোরেশান বা অন্য কোনো কাজ করিনি এবং ব্যবসাও শুরু করতে পারিনি। এসময় আমার এক পরিচিতজন ঐ বাজারেই ভাড়া নেওয়ার জন্য একটি দোকানের সন্ধান করছিল। তাই আমি তার সাথে কথা বলি। সে তখন আমার থেকে উক্ত দোকানটি ভাড়া নিতে চাইলে আমি তাতে রাজি হই। তবে যে ভাড়ায় আমি দোকানটি নিয়েছিলাম তার চেয়ে ভাড়া একটু বেশি চাই।

মুহতারামের কাছে জানার বিষয় হল, আমি যে দোকান ভাড়া নিয়েছি, তা কি আমি আবার অন্যকে ভাড়া দিতে পারব? এক্ষেত্রে তার থেকে  বেশি ভাড়া নেওয়াতে কি কোনো অসুবিধা আছে? আশা করি বিষয়টি জানিয়ে বাধিত করবেন।

 

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে মালিকের অনুমতি থাকলে আপনি তা অন্যকে ভাড়া দিতে পারবেন। তবে যত টাকায় আপনি তা ভাড়া নিয়েছিলেন সে পরিমাণ টাকাই ভাড়াটিয়া থেকে নিতে পারবেন। যেহেতু দোকানটিতে আপনি সংস্কারমূলক কোনো কাজ করেননি, তাই মালিকের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া জায়েয হবে না।

-কিতাবুল আছল ৩/৪৬৩; বাদায়েউস সানায়ে ৪/৬৭; খুলাসাতুল ফাতাওয়া ৩/১১৮; আলমুহীতুল বুরহানী ১১/২৬৮; ফাতাওয়া হিন্দিয়া ৪/৪২৫; আদ্দুররুল মুখতার ৬/২৮; রদ্দুল  মুহতার ৬/৯১

Read more Question/Answer of this issue