Rajab 1444 || February 2023

মুহাম্মাদ এনায়েতুল্লাহ - ওয়ারলেস পাড়া, ফরিদপুর

৬০৯৪. Question

ফরিদপুর শহরে অবস্থিত নিউ মাকের্টে আমার একটি দোকান আছে। আমার অন্যান্য ব্যস্ততা থাকার কারণে আমি দোকানটিতে কোনো ব্যবসা করতে পারছি না। এদিকে আমার এক খালাতো ভাই কিছুদিন আগে অসুস্থ হয়ে বিদেশ থেকে এসেছে। অসুস্থতার কারণে এখন সে আর বিদেশে যেতে সক্ষম নয়তাই সে চাচ্ছে, আমি আমার দোকানটি তাকে এই চুক্তিতে ভাড়া দেব যে, সে তাতে ব্যবসা করে যা লাভ করবে তার ২০% আমাকে দেবে। এ ছাড়া দোকানের ভিন্ন কোনো ভাড়া বা অ্যাডভান্স থাকবে না।

মুহতারামের কাছে জানতে চাই যে, উল্লিখিত চুক্তিতে আমি কি তাকে দোকান ভাড়া দিতে পারব?

Answer

প্রশ্নে উল্লিখিত চুক্তি সহীহ নয়। কেননা শুধু দোকান দিয়ে ব্যবসার অংশিদার হওয়া যায় না। আর যদি লাভের ২০%-কে দোকানের ভাড়া হিসেবে গণ্য করা হয় তবুও নাজায়েয হবে। কেননা শরীয়তের দৃষ্টিতে ভাড়া নির্দিষ্ট হওয়া জরুরি। এজন্য লাভের একটি অংশ ভাড়া হিসেবে দেওয়ার চুক্তি সহীহ নয়। তাই চুক্তিটি সহীহভাবে করতে চাইলে ভাড়ার পরিমাণ টাকার অংকে নির্ধারণ করে নিতে হবে।

-আযযাখীরাতুল বুরহানিয়া ১১/৫১০; ফাতাওয়া  বায্যাযিয়া ৫/২৯ফাতাওয়া তাতারখানিয়া ১৫/১১৫; আলবাহরুর রায়েক ৫/১৮১; ফাতাওয়া হিন্দিয়া ৪/৪৪৫; আদ্দুররুল মুখতার ৬/৫

Read more Question/Answer of this issue