Rajab 1444 || February 2023

আসাদুল্লাহ - খুলনা

৬০৯১. Question

আমাদের ঈদগাহে তিন পাশ সীমানাদেয়াল দিয়ে ঘেরাও করা। আর এক পাশ খোলা থাকায় অনেকে সেখানে ঘাস খাওয়ানোর জন্য গরু বেঁধে রাখে। সেখানে গরু পেশাব পায়খানা করে একদম নষ্ট করে রাখে। ঈদের আগে তা পরিষ্কার করে নামায আদায় করা অনেক কষ্টকর হয়ে যায়। তাই ওয়াকফকারী এবং তার ছেলেরা এলাকার লোকদেরকে সেখানে গরু ছাগল চরাতে নিষেধ করেন। পরবর্তীতে এ নিয়ে এলাকায় অনেক তর্ক বিতর্ক হয়। একপর্যায়ে কেউ কেউ জায়েয নাজায়েযের প্রসঙ্গও টেনে নিয়ে আসে।

তাই মুহতারামের কাছে জানতে চাই, আসলে এক্ষেত্রে শরীয়তের বিধান কী? সেখানে গরু ছাগল চরানো কি ঠিক? আশা করি জানিয়ে বাধিত করবেন।

Answer

ওয়াকফিয়া ঈদগাহ নামাযের জন্য নির্ধারিত স্থানতার পবিত্রতা রক্ষা করা এবং যথাযথ সম্মান করা জরুরি। গরু-ছাগল চরানোর কারণে ঈদগাহ অপবিত্র হয়ে যায়; যা ঈদগাহের সম্মানেরও পরিপন্থী। তাই ওয়াকফিয়া ঈদগাহে গরু ছাগল চরানো যাবে না।

-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়েখ, পৃ. ৭৬; ফাতাওয়া তাতারখানিয়া ৮/১৬২; জামিউল মুযমারাত ২/১৬৬; আলইসআফ, পৃ. ৮৮; রদ্দুল মুহতার ১/৬৫৭

Read more Question/Answer of this issue