Rajab 1444 || February 2023

শেখ ফরিদ - নেয়ামতপুর, নওগাঁ

৬০৯০. Question

গত পাঁচ বছর আগে আমাদের এলাকার মসজিদটি যখন নতুন করে নির্মাণ করা হয় তখন আমি উক্ত নির্মাণকাজে কিছু টাকা দিই। আর আমার একটি ফসলী জমি, যা প্রায় সাড়ে চার বিঘা পরিমাণ, সেখান থেকে দশ কাঠা জমি মসজিদের জন্য ওয়াকফ করি। কিন্তু এখন আমি ঐ ফসলী জমিতে আমের বাগান করতে চাচ্ছি। তা এভাবে- যে দশ কাঠা জমি মসজিদের জন্য ওয়াকফ করেছিলাম তার পরিবর্তে আমি সমমানের অন্য আরেকটি জমি থেকে দশ কাঠা জমি বদল করব।

মুহতারামের কাছে জানতে চাই যে, এভাবে ওয়াকফিয়া জমি এওয়াজ-বদল করতে শরীয়তের দৃষ্টিতে কি কোনো অসুবিধা আছে? আশা করি বিষয়টি জানিয়ে বাধিত করবেন।

Answer

প্রশ্নোক্ত কারণে উক্ত ওয়াকফকৃত জমি অন্য জমি দ্বারা এওয়াজ-বদল করা যাবে না। তা সম্পূর্ণ নাজায়েয হবে। কেননা ওয়াকফ করার দ্বারা উক্ত জমি আপনার মালিকানা থেকে একেবারে বের হয়ে মসজিদের সম্পত্তি হয়ে গেছে। সুতরাং তাতে আপনার বা আপনার ওয়ারিসের মালিকানাসূলভ কোনো হস্তক্ষেপ যেমন বিক্রি, এওয়াজ-বদল বা দান ইত্যাদির কোনো সুযোগই নেই।

-খুলাসাতুল ফাতাওয়া ৪/৪২৫; ফাতাওয়া খানিয়া ৩/৩০৭; আলইসআফ, পৃ. ১১৫; ফাতহুল কাদীর ৫/৪৪০; জামিউর রুমূয ৩/২৯৩; রদ্দুল মুহতার ৪/৪৮৪

Read more Question/Answer of this issue