শাহীন - খিলগাঁও, ঢাকা
৬০৮৩. Question
আমার মাছের বড় ব্যবসা আছে। গত বছর আমি আড়াই লক্ষ টাকার মাছের খাদ্য কিনি। কিন্তু সারা বছর মাছকে দেয়ার পরেও প্রায় ষাট হাজার টাকার খাদ্য বেঁচে যায়। মুহতারামের নিকট জানার বিষয় হল, এই বেঁচে যাওয়া খাদ্যের উপর কি যাকাত আসবে? জানালে উপকৃত হব।
Answer
না, উক্ত মজুদ খাবারের উপর যাকাত ফরয হবে না। কেননা তা আপনি মাছের খাবারের উদ্দেশ্যেই ক্রয় করেছেন; বিক্রির উদ্দেশ্যে কেনেননি। তাই তা ব্যবসার পণ্যের অন্তর্ভুক্ত হবে না এবং তাতে যাকাতও আসবে না। তবে যাকাতবর্ষ শেষে ব্যবসার মাছের যাকাত দিতে হবে।
-আলমাবসূত, সারাখসী ২/১২৯; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪০; আলমুহীতুল বুরহানী ৩/১৬৬; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১৮২; তাবয়ীনুল হাকায়েক ২/৭৮