Rajab 1444 || February 2023

সুমাইয়া - মাদারীপুর

৬০৮২. Question

আমার কাছে সোনা ও রুপার কিছু অলংকার আছে। সেগুলোর মূল্য নেসাব পরিমাণ অর্থের বেশি। তবে আমার কাছে নগদ টাকা নেই। তাই যাকাতবর্ষ পূর্ণ হলে আমার স্বামীকে আমার পক্ষ থেকে যাকাত আদায় করে দিতে বলি। তিনি আমার পক্ষ থেকে যাকাত আদায় করে দেন। মুফতী সাহেবের কাছে জানতে চাই, এভাবে আমার স্বামী আমার পক্ষ থেকে যাকাত আদায় করে দিলে কি আমার যাকাত আদায় হয়ে যাবে, নাকি আমার যাকাত আমার নিজেকেই আদায় করতে হবে?

Answer

হাঁ, আপনার স্বামী আপনার যাকাত আদায় করে দিলেও আদায় হয়ে যাবে। কেননা যাকাতদাতার সম্মতিতে অন্য কেউ তার নিজের সম্পদ দ্বারা যাকাত আদায় করলেও যাকাত আদায় হয়ে যায়। এতে কোনো সমস্যা নেই।

-কিতাবুল আছল ২/১২৬; খিযানাতুল আকমাল ১/২৭৫; আলমুহীতুর রাযাবী ১/৫৪৬; আলবাহরুর রায়েক ২/২১০; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৩৯৫

Read more Question/Answer of this issue