Rajab 1444 || February 2023

আহমাদুল্লাহ - ঢাকা

৬০৭৯. Question

আমি কিছুদিন আগে চারজন পরীক্ষার্থীর তরজমাতুল কুরআন পরীক্ষা নিইতাদেরকে কয়েকটি করে আয়াতের তরজমা জিজ্ঞাসা করি। এর মধ্যে একটি সিজদার আয়াতও ছিল। এবং এ সিজদার আয়াতটির তরজমা সকলকেই জিজ্ঞাসা করি। এজন্য চারজন থেকেই আয়াতটি শোনা হয়। মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি, এক্ষেত্রে আমাকে কয়টি সিজদা দিতে হবে?

 

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে একটি সিজদা তিলাওয়াত আদায় করাই যথেষ্ট হবে। কেননা একই মজলিসে একটি সিজদার আয়াত একাধিক ব্যক্তি থেকে শুনলেও একটি সিজদাই ওয়াজিব হয়। অবশ্য মজলিস পরিবর্তন হয়ে যায় (যেমন কামরা থেকে বের হয়ে যাওয়া ইত্যাদি) এমন কোনো কাজ করলে দুই মজলিস ধরা হবে। সেক্ষেত্রে একটি সিজদা যথেষ্ট হবে না; বরং যতবার মজলিস পরিবর্তন করা হবে এবং পৃথক মজলিসে সিজদার আয়াত শোনা হবে সেটার জন্য পৃথকভাবে সিজদা দিতে হবে।

-ফাতাওয়া খানিয়া ১/১৫৯; শরহু মুখতাসারিত তাহাবী, ইসবিজাবী ১/৩৩৭; মুখতারাতুন নাওয়াযিল ১/৩৬৫; ফাতাওয়া বাযযাযিয়া ৪/৬৮; রদ্দুল মুহতার ২/১১৫, ১১৭

Read more Question/Answer of this issue