Rajab 1444 || February 2023

আদিল মুরশিদ - সুনামগঞ্জ

৬০৭৭. Question

আমাদের মাদরাসা মসজিদে মাঝে মাঝে মুসল্লীদের সামনে সুতরা হিসাবে তেপায়া রাখা হয়। যে তেপায়াগুলোর উচ্চতা ১৩/১৪ ইঞ্চি। হুজুরের কাছে জানতে চাই, এই তেপায়াগুলো দিয়ে কি সুতরার কাজ হবে? অন্যথায় সুতরার উচ্চতা কতটুকু হতে হবে?

 

Answer

উক্ত তেপায়াগুলোর উচ্চতা যেহেতু এক হাতের কম, তাই এগুলো সুতরার জন্য যথেষ্ট হবে না। কেননা সুতরা কমপক্ষে এক হাত লম্বা হতে হবে। হাদীস শরীফে এসেছে, আয়েশা রা. বর্ণনা করেন-

سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ سُتْرَةِ الْمُصَلِّي؟ فَقَالَ: مِثْلُ مُؤْخِرَةِ الرَّحْلِ.

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসল্লীর সুতরা সম্পর্কে জিজ্ঞাসা করা হল। তিনি বললেন, হাওদার (উটের পিঠের বিছানার) পিছনের কাঠের পরিমাণ। (সহীহ মুসলিম, বর্ণনা ৫০০)

তাবেয়ী আতা রাহ. বলেন-

آخِرَةُ الرَّحْلِ ذِرَاعٌ فَمَا فَوْقَهُ.

হাওদার পিছনের কাঠ এক হাত বা তার চেয়ে কিছুটা লম্বা হয়ে থাকে। (সুনানে আবু দাউদ, বর্ণনা ৬৮৬)।

-কিতাবুল আছল ১/১৬৯; বাদায়েউস সানায়ে ১/৫১০; আযযাখীরাতুল বুরহানিয়া ২/১৮৬; ফাতাওয়া তাতারখানিয়া ২/২৮৭; রদ্দুল মুহতার ১/৬৩৬

Read more Question/Answer of this issue