Rajab 1444 || February 2023

মামুন - কুমিল্লা

৬০৭৪. Question

গতকাল যোহরের জামাত না পেয়ে একা একা মসজিদে যোহরের নামায পড়ি। আমার কিছুটা দূরে হাফেয সাহেব তিলাওয়াত করছিলেন। নামাযের মাঝে হাফেয সাহেবের মুখ থেকে সিজদার আয়াত শুনতে পেয়ে তখনই সিজদায়ে তিলাওয়াত করি। নামায শেষে হাফেয সাহেব জিজ্ঞাসা করেন, আপনি কি আমার তিলাওয়াত শুনে সিজদা করেছেন?

আমি হা বললে তিনি বলেন, আপনার নামায ফাসেদ হয়ে গেছে। কারণ নামাযের বাইরের কারো তিলাওয়াত শুনে সিজদা করলে নামায নষ্ট হয়ে যায়।

মুহতারাম মুফতী সাহেবের কাছে জানার বিষয় হল, আসলেই কি আমার নামায নষ্ট হয়ে গেছে? জানালে উপকৃত হব।

Answer

নামাযের বাইরের কোনো ব্যক্তি থেকে সিজদার আয়াত শুনে নামাযের ভেতরে সিজদা তিলাওয়াত করা ঠিক হয়নি। তবে এ কারণে আপনার নামায নষ্ট হয়নি। কিন্তু নামাযের ভেতর অতিরিক্ত সিজদা করার কারণে মাকরূহে তাহরিমী হয়েছে। তাই উক্ত নামাযটি পুনরায় আদায় করে নিতে হবে। আর সিজদায়ে তিলাওয়াতও যেহেতু আদায় হয়নি তাই তা পরবর্তীতে আদায় করে নিতে হবে।

-আলজামিউস সাগীর, পৃ. ১০২; আলমুহীতুর রাযাবী ১/৪৩৩; আলইখতিয়ার ১/২৫৬; আলজাওহারাতুন নায়্যিরা ১/১০৫; আদ্দুররুল মুখতার ২/১১৩; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৩

Read more Question/Answer of this issue