শাহীন - ঢাকা
৬০৭২. Question
মুহতারাম মুফতী সাহেব! আমি প্রায় সময় নামাযে কত রাকাত হয়েছে- এ নিয়ে সন্দেহে পড়ে যাই। এক্ষেত্রে কখনো কখনো লম্বা সময় চিন্তা করেও নিশ্চিত হতে পারি না যে, কত রাকাত হয়েছে? জানার বিষয় হল, এক্ষেত্রে করণীয় কী?
Answer
প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার যেহেতু প্রায়ই এমন সন্দেহ হয়ে থাকে তাই এক্ষেত্রে আপনার কর্তব্য হবে, কোনো নামাযে যখন এমন সন্দেহে পড়বেন তখন প্রবল ধারণার ভিত্তিতে কত রাকাত হয়েছে তা নির্ণয়ের চেষ্টা করবেন। এবং যত রাকাত হয়েছে বলে প্রবল ধারণা হবে তত রাকাত ধরে বাকি নামায পূর্ণ করবেন। এক্ষেত্রে নামায শেষে সাহু সিজদা করতে হবে না। আর যদি প্রবল ধারণার ভিত্তিতে রাকাত সংখ্যা নির্ণয় করতে না পারেন তাহলে কম সংখ্যা, উদাহরণস্বরূপ দুই রাকাত হয়েছে, না তিন রাকাত- এমন সন্দেহ হলে দুই রাকাত হয়েছে ধরে বাকি নামায পূর্ণ করবেন। এক্ষেত্রে প্রতি রাকাত শেষে বৈঠক করবেন এবং নামায শেষে সাহু সিজদা করবেন।
উল্লেখ্য, রাকাত সংখ্যা নিয়ে সন্দেহে পড়ার পর কেউ যদি চিন্তা করতে গিয়ে তিন তাসবীহ পরিমাণ সময় বিলম্ব করে তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে।
-খুুলাসাতুল ফাতাওয়া ১/১৬৯; বাদায়েউস সানায়ে ১/৪০২; ফাতাওয়া তাতারখানিয়া ২/৪২৯; হালবাতুল মুজাল্লী ২/৪৬০; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ২৫৮; রদ্দুল মুহতার ২/৯৩