আরেফ রাব্বানী - বগুড়া
৬০৭১. Question
আমরা জানি, নামাযের প্রথম বৈঠকে তাশাহহুদের পর দরূদ শরীফ পড়া যায় না। পড়লে সাহু সিজদা ওয়াজিব হয়। আমি অনেকসময় নামাযের প্রথম বৈঠকে তাশাহহুদের পর ভুলে দরূদ শরীফ পড়া শুরু করি। এক্ষেত্রে কখনো কখনো দরূদ শরীফ পড়ে শেষ করার আগেই মনে পড়ে যায়। তখন আমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাই। মুহতারামের নিকট জানার বিষয় হল, এক্ষেত্রে দরূদ শরীফ পড়ে শেষ করার আগে মনে পড়লে এবং সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেও কি সাহু সিজদা ওয়াজিব হবে? জানিয়ে বাধিত করবেন।
Answer
ফরয, ওয়াজিব ও সুন্নতে মুআক্কাদা নামাযের প্রথম বৈঠকে তাশাহহুদের পর কেউ যদি ভুলে দরূদ শরীফ اللّهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ পর্যন্ত বা এর বেশি পড়ে ফেলে তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে। তাই এমন ক্ষেত্রে সাহু সিজদা করতে হবে। আর নফল ও সুন্নতে গায়রে মুআক্কাদা (যেমন আসর ও ইশার আগের চার রাকাত) নামাযের প্রথম বৈঠকে দরূদ ও দুআ সবই পড়া উত্তম। তাই এসব নামাযে কেউ যদি তাশাহহুদের পর দরূদ শরীফ পড়ে তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে না।
-খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৭; ফাতাওয়া খানিয়া ১/১২১; দুরারুল হুক্কাম ১/১১৬; মাজমাউল আনহুর ১/১৯৭; ফাতহুল কাদীর ১/৩৯৬; রদ্দুল মুহতার ১/৫১০