Safar 1428 || March 2007

ইবনে ইদ্রীস - মুহাম্মাদ নগর মাদরাসা, খুলনা

৯৩১. Question

জনৈক মাওলানা সাহেব জুমার বয়ানে বলেন, ইবাদতে সুন্নাত আদায় না করে শুধু ফরজ আদায় করলে ইবাদতই হবে না। উদাহরণস্বরূপ বলেন, অজুতে সুন্নত বাদ দিয়ে শুধু ফরজ আদায় করলে নামায হবে না। তবে এটা তখনই যখন পানি পরিপূর্ণ থাকবে। কেননা এখন সুন্নত আদায় করা আবশ্যক। আর যখন পানির সংকট দেখা দিবে তখন শুধু ফরজ আদায় করলে নামায আদায় হয়ে যাবে। তার এ বক্তব্য কতটুকু সঠিক?

Answer

সুন্নত প্রত্যেকটি আমলে পূর্ণতা আনে এবং তার সৌন্দর্য বৃদ্ধি করে। সুন্নত সহ আদায় করা আমল আল্লাহ তাআলার দরবারে সহজেই কবুল হয়ে থাকে। কিন্তু সুন্নত আদায় না করলে ইবাদত বা আমল সহীহ হবেই না এ ধারণা ভুল। যেমন, পর্যাপ্ত পানি থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি হাত বা মুখ শুধু একবার ধৌত করে, তিনবার ধোয়ার সুন্নত পালন না করে তবে সবাই বলবে তার অজু সহীহ হয়েছে এবং এই অজু দ্বারা নামায পড়া ও কুরআন মজীদ স্পর্শ করা যাবে। এই সুন্নত ছেড়ে দিলে অজু হবে না এমন ধারণা ঠিক নয়।

উল্লেখ্য, শরীয়তের প্রত্যেকটি হুকুম স্ব স্ব স্থানে রেখেই যথাযথভাবে আমল করতে হবে। প্রত্যেকটি আমল কবুল হওয়ার জন্য এবং আল্লাহ তাআলার নিকটে পছন্দনীয় হওয়ার জন্য সুন্নাত অনুযায়ী হওয়া বাঞ্ছনীয়। সুতরাং এ ব্যাপারে উদাসীনতার পরিচয় দেওয়া যেমন অন্যায় তদ্রূপ সুন্নতকে ফরয-ওয়াজিবতুল্য জ্ঞান করাও অযৌক্তিক। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের সহীহ বুঝ দান করুন। আমীন।

Read more Question/Answer of this issue