মুহাম্মাদ সাইফুল্লাহ জহির - নেত্রকোনা
৯২০.. Question
বর্তমান তাবলীগ জামাত শুধু মুসলমানদেরকে দাওয়াত দেয়। ভিন্ন কোনো ধমার্বলম্বীদের দাওয়াত দেয় না। আবার অনেকের কাছে শুনি, এখন নাকি মুসলমান ব্যতীত অন্য কোনো জাতিকে ইসলাম গ্রহণের দাওয়াত দেওয়া জায়েয নয়। আসলেই কি ভিন্ন জাতি অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি জাতির মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া জায়েয নয়? নাকি গোপনে দাওয়াত দেওয়া জায়েয আছে? এই বিষয়ে বিস্তারিত জানালে উপকৃত হব।
Answer
“কোনো বিধর্মীকে এখন দাওয়াত দেওয়া জায়েয নেই” এ জাতীয় কথা ঠিক নয়। কুরআন-হাদীসের অসংখ্য দলীল তাদেরকেও ইসলামের দাওয়াত দিতে নির্দেশ করে। আর প্রশ্নে আপনি যে দাবি করেছেন যে, “বর্তমান তাবলীগ জামাত বিধমীর্দের দাওয়াত দেয় না” এ কথাটিও বাস্তবসম্মত নয়। ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন কাফের রাষ্ট্রেও অসংখ্য তাবলীগী জামাত সফর করে থাকে। তাদের দাওয়াতে অসংখ্য বিধমীর্ মুসলমানও হচ্ছে। অনেকের বাপ-দাদা মুসলমান ছিল কিন্তু তারা পরিবেশের কারণে ধমার্ন্তরিত হয়ে গেছে এমন অনেকে তাদের দাওয়াতে ইসলামে পুনদীক্ষিত হয়েছেন।