শহীদুল ইসলাম - ঠনঠনিয়া, বগুড়া
৯১৯. Question
প্রায় ৪ মাস আগের ঘটনা। একদিন একটি গুই সাপ আমাদের মুরগির একটি বাচ্চা নিয়ে চলে যায়। পরে খোঁজাখুঁজির করে গুই সাপের গর্তের মুখে পৌঁছি। সেখানে গিয়ে দেখি অলৌকিকভাবে অন্য একটি সুন্দর মুরগির বাচ্চা হাটাহাটি করছে। আমি সেটি ধরে নিয়ে আসি। এখনও বাচ্চাটি আমাদের বাড়িতে আছে। বেশ বড় হয়েছে। জানতে চাই এটি কি আমাদের জন্য খাওয়া জায়েজ হবে? উল্লেখ্য, বাচ্চাটি আনার পর আশপাশের প্রায় সব বাড়িতে যথাসম্ভব খোঁজ লাগিয়েও কোনো মালিক পাওয়া যায়নি।
Answer
গুই সাপের বাসার নিকট থেকে যে বাচ্চাটি নিয়ে এসেছেন তার মালিক নিশ্চয়ই অন্য কেউ। তাই এখন যদি এর আসল মালিককে পাওয়া সম্ভব না হয় তবে মালিকের পক্ষ থেকে মুরগির বাচ্চাটি সদকা করে দিতে হবে।