কফিকুল ইসলাম - মোহাম্মদপুর, ঢাকা
৯১৬. Question
আমি প্রায় সময় অফিস-আদালতের ঝামেলায় খুব ব্যস্ত থাকি। বাড়ির হাট-বাজার যথাসময়ে করতে পারি না। তাই বাড়ির পাশের একটি ডিপার্টমেন্টাল ষ্টোরের সাথে চুক্তি করেছি যে, তোমার থেকে আমার বাসার কেউ মাল নিতে আসলে দিয়ে দিবে এবং লিখে রাখবে। আমি প্রতি মাসে বেতন পেয়ে তোমার পাওনা পরিশোধ করে দিব। সে সম্মত হয়েছে। ফলে সেই দোকান থেকে প্রয়োজনীয় দ্রব্যাদি আসি নিজে নিয়ে আসি আবার কখনো বাড়ির অন্যরা নিয়ে আসে। অধিকাংশ সময় দামদর উল্লেখ করা হয় না। দোকানী নিজেই একটা দাম লিখে রাখে। তার লিখা অনুযায়ী মাস শেষে মূল্য পরিশোধ করতে হয়। সে একজন বিশ্বস্ত মানুষ তাই সে খিয়ানত করে না। এখন আমার প্রশ্ন হল, এভাবে মূল্য নিধার্রণ করা ছাড়া পণ্য নিয়ে আসলে পণ্য ভোগ করা জায়েয হবে কি না?
Answer
প্রশ্নের বর্ণনা অনুযায়ী দোকানীর সাথে মাস শেষে মূল্য পরিশোধের চুক্তি থাকলেও পণ্য গ্রহণের সময় মূল্য নিধার্রণ করে নেওয়াই নিয়ম। এতে কারবারটি নিষ্কন্টক থাকে। অবশ্য কেউ যদি মূল্য নিধার্রণ ছাড়াই পণ্য নিয়ে আসে এবং মাস শেষে দোকানীর লিখিত মূল্য পরিশোধ করে দেয় তবে ওই কারবার শুদ্ধ হয়ে যাবে। যদিও কাজটি অনুত্তম হবে।
-আলবাহরুর রায়েক ৫/২৫৯; রদ্দুল মুহতার ৪/৫১৬; মুগনীল মুহুতাজ ২/৫; বুহুস ফী কাযায়া ফিকহিয়্যাহ মুআসারা ১/৬৫-৬৮