রুম্মান - বুয়েট, ঢাকা
৯১৪. Question
জনৈক ব্যক্তি বিবাহের সময় স্ত্রীর জন্য দুই লক্ষ টাকা মহর ধার্য করে। কিন্তু পাঁচ বছর পর সে স্ত্রীকে টাকার পরিবর্তে চল্লিশটি ছাগল দেয়। এ অবস্থায় স্ত্রীকে গত পাঁচ বছরের যাকাত আদায় করতে হবে কি?
Answer
মহর হস্তগত হওয়ার আগে প্রাপ্য মহরের যাকাত স্ত্রীর উপর ফরয নয়। তাই প্রশ্নোক্ত অবস্থাতেও ওই মহিলাকে বিগত পাঁচ বছরের মহরের যাকাত দিতে হবে না।