Safar 1428 || March 2007

রুম্মান - বুয়েট, ঢাকা

৯১৩. Question

বিনা প্রয়োজনে গায়রে মাহরাম আত্মীয়দের সাথে সৌজন্যমূলক কথা বলা যাবে কি?

Answer

গায়রে মাহরাম পুরুষদের সাথে এমনভাবে কথাবাতার্ বলা নাজায়েয যা তাকে ওই নারীর প্রতি আকৃষ্ট করে। আর কথার কারণে আকর্ষণ সৃষ্টি না হলে প্রয়োজন বশত দুচারটি কথা বলার অবকাশ রয়েছে। যেমন, পদার্র ভিতর থেকে সালাম আদান-প্রদান, কুশলাদি জিজ্ঞাসা করা। তবে অপ্রয়োজনীয় কথাবার্তা সবার্বস্থায় এড়িয়ে চলাই কর্তব্য।

-সহীহ মুসলিম ২/১৩১; আহকামুল কুরআন, জাসসাস ৩/৩৫৯; তাফসীরে ইবনে কাসীর ৩/৫৩১; রদ্দুল মুহতার ১/৪০৬; ফাতহুল কাদীর ১/২৭০

Read more Question/Answer of this issue