Safar 1428 || March 2007

আবু সায়েম - মোমেনশাহী

৯১০. Question

আমি একজন কম্পিউটার অপারেটর। আমি আরবী, বাংলা সবই কম্পোজ করি। তাই আমাকে প্রায়ই কুরআনের আয়াত কম্পোজ করতে হয়। জানতে চাই, কুরআনের আয়াত কম্পোজ করার সময় অজু করা জরুরি কি না? আর কখনো যদি সিজদার আয়াত কম্পোজ করি তখন কি আমাকে সিজদা দিতে হবে?

Answer

কুরআন মজীদের আয়াত কম্পোজ করার জন্য অজু থাকা জরুরি নয়। তবে কম্পোজের সময় যে কাগজ দেখে লিখা হচ্ছে সে কাগজের অধিকাংশ লিখা কিংবা পুরোটাই কুরআনের আয়াত হলে ওই কাগজ স্পর্শ করতে অজু থাকা জরুরি। অবশ্য যে কাগজে কুরআনের আয়াত কম আর অন্য লেখা বেশি সে কাগজে বিনা অজুতে হাত লাগানো জায়েয হলেও আয়াতের উপর হাত লাগাতে অজু থাকা জরুরি।

আর সিজদার আয়াত মুখে উচ্চারণ করা ব্যতীত শুধু কম্পোজ করলে সিজদা ওয়াজিব হয় না। সিজদা ওয়াজিব হওয়ার জন্য আয়াতে সিজদা মুখে উচ্চারণ করা তথা তিলাওয়াত করা জরুরি।

-ফাতাওয়া খানিয়া ১/১৫৭; আলবাহরুর রায়েক ২/১১৮; খুলাসাতুল ফাতাওয়া ১/১৮৪; ফাতাওয়া তাতারখানিয়া ১/৭৭৩

Read more Question/Answer of this issue