আবদুল্লাহ - সিলেট
৬০৬৮. Question
এক হিন্দু জমিদারের জায়গা, যা সে দেশভাগের সময় ফেলে রেখে চলে গেছে, বর্তমানে জায়গাটি একজন মুসলমানের দখলে আছে। কয়েকজন মুসলমান মিস্ত্রি সে জায়গাতে কাজ করতে গিয়ে মাটির নিচে একটি স্বর্ণভর্তি মটকা পায়। এখন এই মটকাটির ব্যাপারে করণীয় কী? জানিয়ে বাধিত করবেন।
Answer
স্বর্ণভর্তি মটকাটি যে জমিনের নিচে পাওয়া গেছে উক্ত জমিনের বর্তমান বা পূর্বের কোনো মালিক যদি মাটির নিচে মটকাটি তার নিজের রাখা দাবি করে তাহলে তা তাকেই দিয়ে দিতে হবে। আর যদি জমিনের কোনো মালিক মটকাটি রেখেছে বলে জানা না যায় তাহলে মটকার ভেতরের স্বর্ণে কোনো আলামত আছে কি না তা দেখবে। আলামত থেকে তা মুসলমানের রাখা বলে প্রমাণিত হলে তাতে লোকতা তথা কুড়িয়ে পাওয়া জিনিসের হুকুম প্রযোজ্য হবে। অর্থাৎ তার মালিককে যথাসাধ্য খুঁজে বের করবে। চেষ্টার পরও যদি মালিক পাওয়া না যায় এবং মালিকের সন্ধান পাওয়া যাবে না বলে প্রবল ধারণা হয় তাহলে তা গরীব-মিসকীনকে সদকা করে দিবে। আর প্রাপক দরিদ্র হলে নিজেও তা ব্যবহার করতে পারবে।
আর যদি স্বর্ণভর্তি মটকাটি আলামত থেকে কোনো হিন্দু বা অন্য কোনো অমুসলিম কর্তৃক রাখা বোঝা যায়, অথবা আলামত থেকে কিছুই বোঝা না যায় তাহলে যে মিস্ত্রি তা পেয়েছেন তিনি যাকাত গ্রহণের উপযুক্ত না হলে উক্ত স্বর্ণের এক পঞ্চমাংশ পরিমাণ গরীব-মিসকীনকে সদকা করে দিতে হবে। আর অবশিষ্ট স্বর্ণগুলোর তিনিই মালিক হয়ে যাবেন। আর যদি তিনি যাকাত গ্রহণের উপযুক্ত হন তাহলে পুরো স্বর্ণই তিনি নিয়ে নিতে পারবেন।
-কিতাবুল আছল ২/১১৫; আযযিয়াউল মা‘নাবী ৩/৮৮; ফাতহুল কাদীর ২/১৮৩; আননাহরুল ফায়েক ১/৪৫০; আদ্দুররুল মুখতার ২/৩২২; রদ্দুল মুহতার ২/৩২২