Jumadal Akhirah 1444 || January 2023

কামালুদ্দীন - ফুলপুর, মোমেনশাহী

৬০৬৫. Question

আমি বাজারে খোলা জায়গায় তরকারি ও সবজির ব্যবসা করি। কিছুদিন আগে আমাদের পাশের বাড়ীর এক লোক পাঁচ কেজি গোশত ভর্তি একটি ব্যাগ তাদের বাড়িতে পৌঁছে দেয়ার জন্য আমাকে আবেদন করলে আমি রাজি হয়ে যাইসে আমাকে গোশতগুলো দেখিয়ে ভালো করে হেফাযত করতে বলেছিল। কিন্তু বাড়ীতে যাওয়ার সময় আমি ব্যাগটির কথা ভুলে বাড়ির দিকে রওয়ানা হয়ে যাই। কিছুদূর যাওয়ার পর যখন মনে পড়ে তখন ঐ জায়গায় গিয়ে অনেক খোঁজাখুঁজির পরও ব্যাগটির কোনো সন্ধান পাইনি।

মুহতারামের কাছে জানতে চাই, গোশতভর্তি উক্ত ব্যাগটি হারিয়ে ফেলার কারণে কি আমাকে এর ক্ষতিপূরণ দিতে হবে?

Answer

হাঁ, গোশতভর্তি উক্ত ব্যাগটি হারিয়ে ফেলার কারণে আপনাকে এর ক্ষতিপূরণ দিতে হবে। কেননা তা যথাযথভাবে হেফাযত করা আপনার কর্তব্য ছিল। আর খোলা জায়গায় তা ভুলে রেখে যাওয়ার দ্বারা উক্ত আমানতের যথাযথ হেফাযত হয়নি। তাই তা হারিয়ে যাওয়ার দায় আপনার ওপর বর্তাবে। অতএব এর ক্ষতিপূরণ দিতে হবে।

-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশাইখ, পৃ. ৫১৫; আলমুহীতুল বুরহানী ৮/২৯৩; খুলাসাতুল ফাতাওয়া ৪/২৮৪; আদ্দুররুল মুখতার ৮/৩৩৩; শরহুল মাজাল্লাহ, আতাসী ৩/২৪৯

Read more Question/Answer of this issue