Jumadal Akhirah 1444 || January 2023

মুহাম্মাদ আলআমিন - নন্দিগ্রাম, বগুড়া

৬০৬৪. Question

আমি দরিদ্র পরিবারের সন্তান। লেখাপড়ার খরচ যোগানোর জন্য ছাগল লালন পালন করি। কয়েকদিন আগে টাকার খুব প্রয়োজন পড়ে। আমি জনৈক ব্যক্তির কাছ থেকে পঁচিশ হাজার টাকা ঋণ নিই এবং তার কাছে তিনটি ছাগল বন্ধক রাখি। এখন হুজুরের নিকট জানার বিষয় হল, ওই ছাগলগুলো সংরক্ষণের খরচ এবং খাবার খরচ উক্ত ঋণদাতা দেবে, নাকি আমি দেব? জানিয়ে বাধিত করবেন।

Answer

প্রশ্নোক্ত বন্ধকী ছাগলগুলোর খাবার খরচ এবং চরানোর জন্য রাখালের প্রয়োজন হলে তার পারিশ্রমিক আপনাকেই দিতে হবে। আর ঋণদাতা যেহেতু ছাগলগুলো বন্ধক হিসেবে গ্রহণ করেছে। তাই এর হেফাযত সংক্রান্ত সকল দায়-দায়িত্ব তার ওপর বর্তাবে। সুতরাং সেগুলো হেফাযতে রাখার জন্য কোনো ঘর প্রয়োজন হলে এর ভাড়া বা এসংক্রান্ত খরচাদি বন্ধক গ্রহীতাকে বহন করতে হবে।

-কিতাবুল আছল ৩/১৬২; আলমাবসূত, সারাখসী ২১/৭৮; ফাতাওয়া খানিয়া ৩/৬১০; আলইখতিয়ার ২/১৬০; মাজমাউল আনহুর ৪/২৭৬; ফাতাওয়া হিন্দিয়া ৫/৪৫৪

Read more Question/Answer of this issue