Jumadal Akhirah 1444 || January 2023

মুহাম্মাদ ইবরাহীম খলিল - ফুলগাজী, ফেনী

৬০৬১. Question

আমার তিন বিঘা ফসলি জমি একজনের নিকট বর্গা দিয়েছিলাম। বীজ ও হালচাষের মেশিনও আমি দিয়েছিলাম। আর বীজ বপন, দেখাশোনা ও চাষাবাদের যাবতীয় শ্রম ছিল চাষীর দায়িত্বে। ফসল বণ্টনের চুক্তি হয়েছিল এভাবে- আমি নেব ১/৩ (এক-তৃতীয়াংশ), অবশিষ্ট ২/৩ (দুই-তৃতীয়াংশ) নেবে চাষী। কিন্তু দুর্ভাগ্যবশত বন্যায় আমাদের সব ফসল নষ্ট হয়ে যায়। কোনো ফসল ঘরে আনতে পরিনি। কিন্তু সেই চাষী এখন আমার নিকট তার শ্রমের ন্যায্য পারিশ্রমিক দাবি করছে। জানতে চাই, আমি কি এখন তাকে পারিশ্রমিক দিতে বাধ্য?

Answer

বর্গাচাষের মধ্যে কোনো ফসল না হলে চাষী শ্রমের বিনিময়ে কিছুই পায় না। সুতরাং প্রশ্নোক্ত চাষী আপনার কাছে কোনো পরিশ্রমিক দাবি করতে পারবে না।

-আলমাবসূত, সারাখসী ২৩/২০; বাদায়েউস সানায়ে ৫/ ২৬৪; আয্যাখীরাতুল বুরহানিয়া ১৩/৫০; তাবয়ীনুল হাকায়েক ৬/৪৩৮; মাজমাউল আনহুর ৪/১৪৪; রদ্দুল মুহতার ৬/২৭৯

Read more Question/Answer of this issue