Jumadal Akhirah 1444 || January 2023

সিরাজুল হক সরদার - মতলব, চাঁদপুর

৬০৬০. Question

আমি একজনের কাছ থেকে একটি জায়গা ক্রয় করি। সেখানে একটি বাঁশঝাড় ছিল। জায়গা ক্রয় বিক্রয়ের সময় ঐ বাঁশঝাড়ের ব্যাপারে কোনো কথা উল্লেখ করা হয়নি। আমি মনে মনে ভেবে রেখেছি, জায়গার সাথে বাঁশঝাড়টিও আমি পাব। এ কারণে জায়গার মূল্য একটু বেশি হওয়ার পরও আমি তা কিনতে রাজি হয়েছি। কিন্তু বিক্রেতা এখন ঐ বাঁশঝাড়টি আমাকে দিতে রাজি হচ্ছে না এবং সে ঐ বাঁশগুলো কেটে নিতে চাচ্ছে।

মুফতী সাহেবের নিকট জানতে চাচ্ছি, শরীয়তের দৃষ্টিতে এখন ঐ বাঁশঝাড়রটির মালিক কে হবে?

Answer

জায়গাটি ক্রয় করার সময় আপনি যেহেতু সেখানের বাঁশঝাড়সহ জায়গাটি ক্রয় করেছে এমন কথা বা সিদ্ধান্ত হয়নি তাই এখন বিক্রেতা চাইলে বাঁশ কেটে নিয়ে যেতে পারে। জায়গা ক্রয়ের কারণে  এর সাথে আপনি এমনিতেই বাঁশঝাড়ের মালিক হয়ে যাননি।

-আলমুহীতুর রাযাবী ২/৪০৫; আলমুহীতুল বুরহানী ৯/২৮৫; ফাতাওয়া তাতারখানিয়া ৮/২৯৩; আলবাহরুর রায়েক ৫/২৯৪; রদ্দুল মুহতার ৪/৫৫১

Read more Question/Answer of this issue