শাকির শাহরিয়ার - সাতকানিয়া, চট্টগ্রাম
৬০৫৯. Question
কয়েকদিন আগে আমি একটি কাপড়ের দোকান থেকে তিনটি শাড়ি এবং দুটি পাঞ্জাবি ক্রয় করি। বিক্রেতা তখন বলেছিল, দেখেশুনে নেন, পরে কিন্তু কোনো দোষের কথা বলে কাপড় ফেরত দিতে পারবেন না। তখন তাড়াহুড়োর কারণে আমি আর কাপড়গুলো দেখতে পারিনি। বাড়ি এসে দেখি একটি শাড়ির মাঝের কিছু জায়গা কাটা আর একটি পাঞ্জাবীর কলার নষ্ট। তখন আমি সেগুলো ফেরত দিতে চাইলে দোকানদার তা নিতে চায় না।
হুজুরের কাছে জানতে চাচ্ছি, এক্ষেত্রে শরীয়তের হুকুম কী? ওই দোষযুক্ত কাপড়দুটি কি আমি তাকে ফেরত দিতে পারব না?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে কাপড় বিক্রেতা বিক্রির সময় যেহেতু বলে দিয়েছে যে, দেখেশুনে নেন পরে কোনো দোষের কারণে কাপড় ফেরত দিতে পারবেন না এবং ঐ কথা মেনে নিয়েই কাপড়গুলো ক্রয় করেছেন তাই এখন বিক্রেতা উক্ত দোষযুক্ত শাড়ি ও পাঞ্জাবিটি ফেরত নিতে বাধ্য নয়।
প্রকাশ থাকে যে, পণ্যের যদি এমন ত্রুটি থাকে, যা ক্রেতা দেখলে পছন্দ নাও করতে পারে তাহলে তা অস্পষ্ট রেখে বিক্রি করা ধোঁকার শামিল। তাই এই ত্রুটির কথা স্পষ্টভাবে বলে বিক্রি করতে হবে। তদ্রƒপ এমন ত্রুটি, যার কারণে মূল্য কমে যায় তা উল্লেখ না করে স্বাভাবিক মূল্যে বিক্রি করাও ধোঁকা। এসব ক্ষেত্রে বিক্রির সময় ফেরত দেওয়া যাবে না বললেও বিক্রেতার ফেরত নেওয়া নৈতিক দায়িত্ব।
-কিতাবুল আছল ২/৪৮৮; আলমুহীতুল বুরহানী ১০/১৫৬; ফাতাওয়া বায্যাযিয়া ৪/৪৪২; ফাতহুল কাদীর ৬/৩৮; আলবাহরুর রায়েক ৬/৩৫, ৬৬