পলাশ - বরিশাল
৬০৫৮. Question
ঈদের সময় লঞ্চের কেবিন নিয়ে অনেক কাড়াকাড়ি হয়। যাত্রীদের চাহিদাও থাকে প্রচুর। তো আমি ঈদে বাড়ি যাওয়ার সময় দু-একটি টিকেট বেশি কাটি। পরে যখন সব কেবিন বুকিং হয়ে যায়, তখন অতিরিক্ত মূল্যে বিক্রি করি। এতে আমার অনেক লাভ হয়।
মুহতারামের কাছে জানতে চাই। আমার এ কাজটি শরীয়তের দৃষ্টিতে কেমন? এবং এই অতিরিক্ত টাকা কি আমার জন্য বৈধ? যদি বৈধ না হয় তাহলে আমার করণীয় কী? আশা করি জানিয়ে বাধিত করবেন।
Answer
টিকেটের ক্রয়কৃত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করা জায়েয নয়। তাই কেউ অতিরিক্ত মূল্যে বিক্রি করলে ক্রেতার ঠিকানা জানা থাকলে তাকে অতিরিক্ত টাকা ফিরিয়ে দিতে হবে। আর মালিক জানা না থাকলে কোনো গরীবকে সদকা করে দিতে হবে। সে টাকা বিক্রেতার ব্যবহার করা কোনো অবস্থায়ই বৈধ নয়।
উল্লেখ্য, এছাড়া এধরনের কর্মকা- লঞ্চ কর্তৃপক্ষ থেকেও অনুমোদিত নয়। তাই এধরনের কর্মকা- থেকে বিরত তাকা কর্তব্য।
-আলমাবসূত, সারাখসী ১৫/১৩০; বাদায়েউস সানায়ে ৪/৭৬; আলবাহরুর রায়েক ৭/৩০৪; ফাতাওয়া তাতারখানিয়া ১৫/৫০; আদ্দুররুল মুখতার ৬/২৯