Jumadal Akhirah 1444 || January 2023

মুহাম্মাদ আবদুল্লাহ - কেরাণীগঞ্জ, ঢাকা

৬০৫৭. Question

জনৈক ব্যক্তি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করতেন। প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা ভালো না থাকায় চার-পাঁচ মাসের বেতন বাকি ছিল। ফলে ঐ ব্যক্তি চাকরি ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চাকরি নেন। বেশ কিছুদিন পর আগের প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা ভালো হলে প্রতিষ্ঠান বকেয়া বেতন পরিশোধের জন্য তার সাথে যোগাযোগ করে। কিন্তু ঐ ব্যক্তি বলেন, আল্লাহর রহমতে আমি এখন সচ্ছল। আমার ঐ বকেয়া বেতনের প্রয়োজন নেই। আমি  দাবি ছেড়ে দিলাম। তার দুই মাস পর ঐ ব্যক্তি তার স্ত্রীর কথায় মত পরিবর্তন করেন। এখন তিনি আগের প্রতিষ্ঠানটির কাছে বকেয়া বেতন দাবি করছেন। যা তিনি আগেই মাফ করে দিয়েছিলেন।

হুজুরের কাছে জিজ্ঞাসা হল, শরীয়তের দৃষ্টিতে ঐ ব্যক্তি কি এখন ঐ বকেয়া বেতন দাবি করার অধিকার রাখেন? আর ঐ প্রতিষ্ঠান কি তার উক্ত বেতন পরিশোধ করতে বাধ্য?

Answer

প্রশ্নের বর্ণনা অনুযায়ী ঐ ব্যক্তি যেহেতু স্বেচ্ছায় তার বকেয়া বেতনের দাবি ছেড়ে দিয়েছেন, তাই পরবর্তীতে তার জন্য ঐ বেতন পুনরায় দাবি করা জায়েয হবে না। এ পরিস্থিতিতে উক্ত প্রতিষ্ঠানও মাফ করে দেওয়া বেতন পরিশোধ করতে বাধ্য নয়।

-কিতাবুল আছল ৩/৩৯০; আলমাবসূত, সারাখসী ১২/৮৩; আততাহকীকুল বাহির ৭/৩৮৪; মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যা, মাদ্দা ১৫৬২; শরহুল মাজাল্লাহ, আতাসী ৪/৫৭৬

Read more Question/Answer of this issue