Jumadal Akhirah 1444 || January 2023

মুহাম্মাদ দাউদ - ফরিদপুর

৬০৫৬. Question

আমাদের এলাকায় মসজিদের জন্য মসজিদের টাকা দিয়ে একটি গভীর নলকূপ খনন করা হয়। এলাকায় যেহেতু এ ধরনের ভালো পানিবিশিষ্ট নলকূপ কম তাই অনেক সাধারণ মানুষ এ নলকূপ থেকে তাদের বাসা-বাড়িতে পানি নিয়ে যায়। মুফতী সাহেবের কাছে জানতে চাই যে, নলকূপ থেকে এভাবে পানি নেওয়া কি বৈধ হবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে মসজিদের নলকূপ থেকে সাধারণ মানুষের পানি নেওয়ার ব্যাপারে দাতাগণের যদি আপত্তি না থাকে তাহলে পানি নিতে অসুবিধা নেই। এছাড়া গ্রামাঞ্চলে এভাবে পানি সংগ্রহের প্রচলন থাকে। দাতাগণও এভাবে পানি নেওয়াকে সমর্থন করে। তাই সাধারণ নিয়ম অনুযায়ী গ্রামবাসীর জন্য মসজিদের নলকূপ থেকে পানি নেওয়া নাজায়েয হবে না। তবে সতর্ক থাকতে হবে, এর কারণে যেন মুসল্লীদের ওযু করতে অসুবিধা না হয় এবং মসজিদের কোনো ধরনের ক্ষতি না হয়।

-আলবাহরুর রায়েক ৫/২৫০; রদ্দুল মুহতার ৪/ ৪৪৫; তানকীহুল ফাতাওয়াল হামিদিয়্যা ১/১২৩

Read more Question/Answer of this issue