সানাউল্লাহ - মুরাদনগর, কুমিল্লা
৬০৫৩. Question
কয়েক সপ্তাহ আগে আমার মামার বিয়ের অনুষ্ঠান নিয়ে মামার সাথে আমার মনোমালিন্য হয়। যার কারণে আমি মামার বিয়ের অনুষ্ঠানে না যাওয়ার কসম করে ফেলি। অনুষ্ঠানের কয়েকদিন আগে মামার সাথে আমার মীমাংসা হয়ে যায় এবং মামার পীড়াপীড়িতে তার বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা দেই। অনুষ্ঠানে যাওয়ার এক দিন আগে আমাদের বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত দশ-বারজন অসহায় গরিব লোক সাহায্যের জন্য আসে। আমি ঐ কসমের কাফফারার নিয়তে একটি কসমের কাফফারা সমপরিমাণ টাকা তাদেরকে দিয়ে দেই এবং পরের দিন ঐ অনুষ্ঠানে যাই।
এখন আমার সংশয় হচ্ছে যে, কসম ভাঙার আগে কাফফারা আদায় করাটা সহীহ হল কি না? আশা করি জানিয়ে বাধিত করবেন।
Answer
কসম ভঙ্গ হওয়ার আগে কাফফারা ওয়াজিব হয় না। আর কাফফারা ওয়াজিব হওয়ার আগে আদায় করলে তা সহীহ হয় না। সুতরাং অনুষ্ঠানে যাওয়ার আগে কাফফারার নিয়তে যে টাকাগুলো দিয়েছেন তা নফল দান হয়েছে। কসমের কাফফারা হিসাবে আদায় হয়নি। অতএব উক্ত অনুষ্ঠানে যাওয়ার দ্বারা কসম ভঙ্গ হয়েছে। এখন নতুন করে কাফফারা আদায় করতে হবে।
-আহকামুল কুরআন, জাসসাস ২/৪৫৬; আলহাবিল কুদসী ১/৫৩৭; আননাহরুল ফায়েক ৩/৫৮; ফাতাওয়া হিন্দিয়া ২/৬৪; আদ্দুররুল মুখতার ৩/৭২৭