Jumadal Akhirah 1444 || January 2023

ফারুক হোসেন - সখিপুর, শরীয়তপুর

৬০৫২. Question

গত তিন বছর পূর্বে দুই লক্ষ টাকা মহর ধার্য করে আমি বিবাহ করি। এর মধ্য থেকে এক লক্ষ টাকা আমি পরিশোধ করেছি। আমার সাধ্যমত আমি আমার স্ত্রী-পরিবারের ভরণ- পোষণের ব্যবস্থা করি। এক্ষেত্রে আমি আমার পক্ষ থেকে কোনো ত্রুটি করি না। কিন্তু আমার স্ত্রী প্রতিবেশী কারো কারো বিলাসিতা দেখে আমাকে প্রায়ই বিভিন্ন বিলাসবহুল জিনিসপত্র ক্রয় করার জন্য বলতে থাকে। এসব নিয়ে মাঝে মাঝে আমাদের মধ্যে ঝগড়া হয়। আমাদের বৈবাহিক সম্পর্কে অনেক তিক্ততা সৃষ্টি হয়ে গেছে। এরই মাঝে হঠাৎ একদিন আমার স্ত্রী আমার কাছে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে খোলার আবেদন করে। তখন আমি তা গ্রহণ করি। এখন আমি চাচ্ছি, আমার স্ত্রীকে ইতিপূর্বে মহর বাবদ প্রদানকৃত এক লক্ষ টাকাও ফেরত নেব।

মুফতী সাহেবের নিকট জানতে চাই, আমি কি আমার স্ত্রী থেকে মহর বাবদ প্রদত্ত উক্ত এক লক্ষ টাকা নিয়ে নিতে পারব? বিষয়টি জানালে উপকৃত হব।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে খোলা গ্রহণ করেছেন সেহেতু আপনার জন্য আপনার স্ত্রীকে মহর বাবদ যে এক লক্ষ টাকা দেওয়া হয়েছে তা নেওয়া জায়েয হবে না। এক্ষেত্রে আপনার প্রাপ্য শুধু পঞ্চাশ হাজার টাকা। অবশ্য মহর বাবদ যে এক লক্ষ টাকা বাকি আছে তা খোলার কারণে মাফ হয়ে গেছে। তা আপনাকে পরিশোধ করতে হবে না।

প্রকাশ থাকে যে, প্রশ্নোক্ত ক্ষেত্রে স্বামীর জুলুম বা অন্যায়ের কারণেই যদি স্ত্রী খোলা করতে বাধ্য হয় এবং স্ত্রীর তেমন দোষ না থাকে তাহলে সেক্ষেত্রে স্বামীর জন্য স্ত্রীর কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা বৈধ হবে না।

-কিতাবুল আছল ৪/৫৬৪; আলমুহীতুল বুরহানী ৫/৬৮; ফাতাওয়া বাযযাযিয়া ১/২০৩; তাবয়ীনুল হাকায়েক ৩/১৯৪; রদ্দুল মুহতার ৩/৪৪৫

Read more Question/Answer of this issue