Jumadal Akhirah 1444 || January 2023

আলী হায়দার - মুরাদনগর, কুমিল্লা

৬০৫১. Question

আমার বড় ছেলে জন্ম হওয়ার এক মাস পরই তার মা অনেক অসুস্থ হয়ে পড়ে এবং প্রায় তিন চার দিন আইসিওতে ভর্তি ছিল। এসময় আমার ঐ ছেলে তার নানীর দুধ পান করেছিল। আর এটা আমাদের পরিবারের সবাই জানতএখন আলহামদু লিল্লাহ সে অনেক বড় হয়েছে এবং তার খালাত বোনের সাথে তার বিবাহ ঠিক হয়েছে। এদিকে আমার ছোট ভাই মাদরাসায় লেখাপড়া করছে। সে এই বিবাহের কথা শুনে বলছে, খালাত বোনের সাথে আমার ছেলের এই বিবাহ সহীহ হবে না।

এখন জানার বিষয় হল, আমার ছোট ভাইয়ের কথা কি ঠিক?

Answer

হাঁ, আপনার ছোট ভাই ঠিকই বলেছে। কেননা, সে তার নানীর দুধ পান করার কারণে নানী তার দুধ মা হয়েছে এবং তার খালা তার দুধ বোন হয়েছে। আর দুধ বোনের সন্তানের সাথে বিবাহ হারামযেমনিভাবে রক্তের সম্পর্ক আপন বোনের সন্তানের সাথে বিবাহ হারাম।

-আলজামি লি আহকামিল কুরআন, কুরতুবী ৫/৭২; বাদায়েউস সানায়ে ৩/৩৯৬; আলমুহীতুর রাযাবী ৩/৪৮৭; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/৩৬৫; ফাতাওয়া তাতারখানিয়া ৪/৩৬২; আদ্দুররুল মুখতার ৩/২১৭

Read more Question/Answer of this issue