Jumadal Akhirah 1444 || January 2023

সুফিয়া আক্তার - মোমেনশাহী

৬০৫০. Question

গত কয়েকদিন আগে শাওয়াল মাসের ১০ তারিখে আমার স্বামী মারা গেছেন। আমি জানি যে, স্বামীর মৃত্যুর কারণে আমাকে চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হবে। এখন মুহতারামের কাছে জানার বিষয় হল, এই চার মাস দশ দিন কি আমি প্রতি মাস ৩০ দিন হিসাব করে পালন করব, নাকি স্বাভাবিকভাবে মাস হিসাবে পালন করব? যদি মাস হিসাবে হয় তাহলে কি চান্দ্রমাস হিসাবে পালন করব, নাকি ইংরেজি বা বাংলা মাস হিসাবে?

Answer

স্বামীর মৃত্যুর ক্ষেত্রে যে চার মাস দশ দিন ইদ্দতের কথা বলা হয়েছে তা চান্দ্রমাস হিসাবেই ধর্তব্য। ইংরেজি বা বাংলা মাস হিসাবে নয়তবে লক্ষণীয় হল, মাসের হিসাবে ইদ্দত গণনা তখন করবে যখন চান্দ্রমাসের প্রথম তারিখ থেকে ইদ্দত শুরু হবে। তখন সে পরপর চার মাস এবং এরপর দশ দিন ইদ্দত পালন করবে। এক্ষেত্রে প্রত্যেক মাস চাঁদ অনুযায়ী ২৯ দিনের হোক বা ৩০ দিনের সেটি দেখার বিষয় নয়। কিন্তু কারও স্বামী যদি আরবী মাসের প্রথম তারিখের পরে মারা যায় তাহলে সে মোট ১৩০ দিন ইদ্দত পালন করতে হবে। সুতরাং আপনাকেও ১৩০ দিন হিসাবে ইদ্দত পালন করতে হবে।

-মাবসূত, সারাখসী ৬/১২; ফাতাওয়া খানিয়া ১/৫৪৯; আলমুহীতুল বুরহানী ৫/২২৭; আলবাহরুর রায়েক ৪/১৩২; হাশিয়াতুশ শুরুমবুলালী ১/৪০৫

Read more Question/Answer of this issue